ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে খুলনায় মানববন্ধন
ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধির প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে কয়েকটি সংগঠন। আজ রোববার সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপ, মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি নেতা-কর্মীরা অংশ নেন।
খুলনা বিভাগীয় অভ্যন্তরীণ নৌপরিবহন মালিক গ্রুপের মহাসচিব অ্যাডভোকেট সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিজের সহসভাপতি গোপী কৃষণ মুদ্ড়া, শেখ আবিদ আলী, শংকর কুমার দাস প্রমুখ। মানববন্ধন চলাকালে বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী সংগঠনের পক্ষ হতে এ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করা হয়।
মানববন্ধন থেকে ট্রেড লাইসেন্স ফি কমানোর দাবিতে আগামী বুধবার সকাল ১১টায় সিটি করপোরেশনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ট্রেড লাইসেন্স ফি না কমানো পযর্ন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বক্তারা।
মন্ত্রণালয়ের নির্দেশে চলতি অর্থবছর থেকে সিটি করপোরেশন এলাকায় সকল ব্যবসায়ী ট্রেড লাইসেন্স ফি ৫০০ থেকে ৭০০ ভাগ পর্যন্ত বাড়ানো হয়েছে।