হেফাজত চাইলে শুনানিতে বিলম্ব নয় : প্রধান বিচারপতি

পুলিশ কাউকে হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন জানালে বিলম্ব না করে সেদিনই শুনানি শেষ করার জন্য বিচারকদের প্রতি নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।
গতকাল শনিবার রাতে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের নিয়ে সার্কিট হাউসে আয়োজিত বার্ষিক জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এ নির্দেশ দেন। তিনি বলেন, ‘পুলিশ যখন কোনো গ্রেপ্তারকারীর হেফাজতের জন্য আবেদন করবে, সেই শুনানি বিলম্ব না করে সেদিনই শেষ করতে হবে।’
‘দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না থাকলে উন্নয়ন সম্ভব নয়’ উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, তাই দেশ এবং জনগণের স্বার্থে নিম্ন আদালতে দীর্ঘদিন ধরে পড়ে থাকা মামলাগুলো বিচক্ষণতা এবং দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করতে হবে।
দেশের বিচারব্যবস্থা যুগোপযোগী করার জন্য এরই মধ্যে বিচার বিভাগের নানা উদ্যোগের কথা তুলে ধরে সঠিক বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে নবীন বিচারকসহ আইনজীবীদের প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন প্রধান বিচারপতি। তিনি বলেন, উপযুক্ত প্রশিক্ষণ ছাড়া দক্ষতা অর্জন সম্ভব নয়। বিচারব্যবস্থাকে গতিশীল করতে সর্বাত্মক উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের বিচারব্যবস্থাকে ডিজিটালাইজড করার প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল আদালতকে ডিজিটালাইজড করা হবে।
বিচারপতি এস কে সিনহা দেশের উন্নয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিজ নিজ জায়গা থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
রাজশাহীর জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক কনফারেন্সে অন্যান্যের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম শহীদ আহমেদ, রাজশাহী রেঞ্জ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) ইকবাল বাহার, মহানগর পুলিশ কমিশনার মো. শামসুদ্দিন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ৫-এর রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহামুদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭-এর রাজশাহীর সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কে এম ফেরদৌস, জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, পুলিশ সুপার নিসারুল আরিফ, সিভিল সার্জন আবদুস সোবহান, রাজশাহী বার সমিতির সভাপতি নাজমুস সাদাত, পাবলিক প্রসিকিউটর ইব্রাহিম হোসেন প্রমুখ বক্তব্য দেন। কনফারেন্সে রাজশাহী জেলা জজশিপের বিচারক, আইনজীবী প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় নিম্ন আদালতে বিচার প্রক্রিয়ার নানা সীমাবদ্ধতা এবং সংকীর্ণতার বিষয়গুলোও তুলে ধরেন বিচারকরা।
এদিকে রোববার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রাজশাহীতে আদালতে বিচার কার্যক্রম পরিদর্শন করেন প্রধান বিচারপতি। তিনি রাজশাহী জেলা জজ আদালত, মহানগর দায়রা জজ আদালত, মহানগর হাকিমের আদালত, জেলা হাকিম এবং বিচারিক হাকিমের আদালত পরিদর্শন করেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে প্রধান বিচারপতি রাজশাহী থেকে নাটোরের উদ্দেশে রওনা দেন।
প্রধান বিচারপতির সফরসঙ্গী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের নিবন্ধক আবু সৈয়দ দিলজার হোসেন, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত নিবন্ধক সাব্বির ফয়েজ, আপিল বিভাগের অতিরিক্ত নিবন্ধক অরুণলাভ চক্রবর্তী এবং প্রধান বিচারপতির একান্ত সচিব মোহাম্মদ আনিসুর রহমান।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল শনিবার রাতে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের নিয়ে সার্কিট হাউসে আয়োজিত বার্ষিক জুডিশিয়াল কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন। পরে আজ তিনি রাজশাহীর বিভিন্ন আদালতের বিচারকাজ পরিদর্শন করেন। ছবি : এনটিভি