৭ পিস্তল, ৪৭ গুলিসহ ভারতের অস্ত্র ব্যবসায়ী আটক

Looks like you've blocked notifications!
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকা থেকে সাতটি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ৪৭টি গুলিসহ আটক ভারতীয় নাগরিক মিলন সিংহ। ছবি : এনটিভি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকা থেকে সাতটি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন ও ৪৭টি গুলিসহ মিলন সিংহ নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে র‌্যাব। র‌্যাবের দাবি, মিলন সিংহ ভারতের পশ্চিমবঙ্গের শীর্ষস্থানীয় অস্ত্র ব্যবসায়ীদের একজন।

মিলনের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্টমনগর উপজেলার সুখদেবপুর গ্রামে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ সন্ধ্যায় সংবাদ সম্মেলনে জানান, ভারত থেকে বড় একটি অস্ত্রের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে কয়েকদিন ধরেই র‌্যাবের একটি দল নজরদারি করছিল বিনোদপুর এলাকায়। বুধবার বিকেলে ওইসব অস্ত্র কেনাবেচার সময় ক্যাপড়াটোলা এলাকার একটি আমবাগান থেকে অস্ত্র ও গুলিসহ মিলনকে আটক করে। তবে ওই অস্ত্রের বাংলদেশি ক্রেতাকে পায়নি র‌্যাব। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।