অস্ত্রের খোঁজে সেই সাতছড়িতে ফের অভিযানে র‌্যাব

Looks like you've blocked notifications!
২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সাতছড়ির জাতীয় উদ্যান থেকে উদ্ধার করা অস্ত্রশস্ত্র। ফাইল ছবি

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়িতে ফের অভিযান শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে এ অভিযান চালানো হয়। আরো অস্ত্র মজুদ থাকতে পারে এমন আশংকায় কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির পর এ অভিযান চালানো হয়।

তবে এ অভিযান সম্পর্কে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত কোনো তথ্য দেয়নি আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সকাল ১০টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে র‌্যাব ৯-এর মিডিয়া উইংয়ের এক খুদে বার্তায় সংবাদমাধ্যমকে অবহিত করা হয়েছে।

এর আগে ২০১৪ সালের ১ জুন থেকে ১৯ জুন পর্যন্ত টানা অভিযান চালানো হয় সাতছড়িতে। এরপর ২ সেপ্টেম্বর দ্বিতীয় দফায়, ১৭ সেপ্টেম্বর তৃতীয় দফা এবং ১৬-১৭ অক্টোবর চতুর্থ দফায় অভিযান চালায় র‌্যাব।

এ সময় ১২টি বাংকার ও তিনটি গর্ত থেকে মেশিনগান, রকেট লঞ্চার, রকেট চার্জার, বিমান বিধ্বংসী বুলেট, ট্যাংক বিধ্বংসী রকেট গোলাসহ বিপুল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযানকালে উদ্ধার করা হয় বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ডায়েরি, বই, চাঁদার রশিদসহ অন্য মালামাল। এ ঘটনায় ছয়টি মামলা দায়ের করা হয়।