৩০০ আসনে প্রার্থী আছে আমাদের : এরশাদ

Looks like you've blocked notifications!
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পুরাতন শহীদ মিনার চত্বরে জাতীয় পার্টির জেলায় নির্বাচনি প্রচারণার প্রথম পথসভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হুসেইন মুহম্মদ এরশাদ। ছবি : এনটিভি

জাতীয় পার্টিকে নির্বাচনমুখী দল হিসেবে উল্লেখ করে দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, নির্বাচন না করে ক্ষমতার পরিবর্তন করা যায় না।

আজ শনিবার বেলা ১২টার দিকে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পুরাতন শহীদ মিনার চত্বরে জাতীয় পার্টির জেলায় নির্বাচনী প্রচারণার প্রথম পথসভায় এসব কথা বলেন এরশাদ।

জাতীয় পার্টির প্রধান বলেন, ‘আমরা তো নির্বাচনে প্রস্তুত। ৩০০ আসনে প্রার্থী আছে আমাদের। জাতীয় পার্টি প্রতি আসনে প্রার্থী দেবে। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। যেভাবে হোক নির্বাচন আমরা করব। আমরা নির্বাচনমুখী দল। নির্বাচন না করে ক্ষমতার পরিবর্তন করা যায় না। সংবিধান যারা বিশ্বাস করে নির্বাচন তাদের করতেই হবে। আমরা সংবিধানে বিশ্বাস করি, নির্বাচনে বিশ্বাস করি। জেল থেকেও নির্বাচন করেছি দুই দুইবার।’

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, ‘আমরা তত্ত্বাবধায়ক সরকারে বিশ্বাস করি না। আমাদের প্রতি সুবিচার করা হয়নি। সংবিধানে যেটা লেখা আছে সেইভাবে নির্বাচন হবে।’

জাতীয় পার্টিকে শান্তিপ্রিয় দল উল্লেখ করে এরশাদ বলেন, ‘আমরা সংঘাতে বিশ্বাস করি না। জ্বালাও পোড়াও বিশ্বাস করি না। আমরা বাসে আগুন দিয়ে মানুষ মারা বিশ্বাস করি না।’

পথসভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও রংপুর নবনির্বাচিত সিটি মেয়র মোস্তাফিজুর রহমানসহ স্থানীয় নেতারা।