বাল্যবিবাহ : মা ও স্বামীর বিরুদ্ধে স্কুলছাত্রীর মামলা

Looks like you've blocked notifications!

ঝালকাঠির রাজাপুরে বাল্যবিবাহ দেওয়ায় মা ও স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছে শারমিন আক্তার নামে এক স্কুলছাত্রী। শারমিন রাজাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা কবির হোসেন বিদেশে থাকেন।

পুলিশ জানায়, সম্প্রতি মা গোলেনুর বেগম জোর করে স্বপন খানের সঙ্গে মেয়ের বিয়ে দেন। স্বপন সৌদি আরবে থাকেন। সম্প্রতি তিনি দেশে আসেন। বিয়ের পর থেকে স্কুলছাত্রীকে তার মা জোর করে স্বামীর সঙ্গে বাসায় তালা দিয়ে আটক করে রাখতেন। গতকাল রোববার স্কুলে যাওয়ার কথা বলে শারমিন বাসা থেকে বের হয়ে তার এক সহপাঠীর বাসায় আশ্রয় নেয়। বিকেলে দাদি ও স্থানীয়দের সহযোগিতায় ওই স্কুলছাত্রী রাজাপুর থানায় এসে মা ও স্বামী স্বপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করে। পুলিশ রাতে অভিযোগটি এজাহার হিসেবে লিপিবদ্ধ করে।

মামলায় স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়। আর মায়ের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়ার অভিযোগ করে ওই স্কুলছাত্রী।

স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস।