রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা প্রতিহত করা হবে : হানিফ

Looks like you've blocked notifications!

আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মামলার রায়কে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা বাহিনী তা কঠোরভাবে প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ রোববার সকালে রাজধানীর গুলশানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে মাহবু-উল-আলম হানিফ বলেন, ‘আপনাদের উদ্বেগ, আপনাদের কথাবার্তায় জনগণের মধ্যে সন্দেহের সৃষ্টি করেছে যে, আসলেই খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করে খেয়েছেন বলেই আজকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না বলে এই সমস্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু এই রায়কে কেন্দ্র করে যদি ঢাকা শহরে বা দেশের কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হয়, তাহলে দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, কঠোরভাবেই তাকে প্রতিহত করবে, দমন করবে।’

অভিযোগ সত্য বলেই নেতাদের বাঁচাতে বিএনপি গঠনতন্ত্র সংশোধন করেছে বলেও মন্তব্য করেন মাহবু-উল-আলম হানিফ।

এদিকে এখন থেকেই দেশের বিভিন্ন জেলায় বিএনপি নেতাকর্মীদের ওপর আটক  ধরপাকড়ের ঘটনা ঘটছে। তবে বিএনপি নেতাকর্মীরা নন বরং পুলিশের প্রিজন ভ্যানে হামলাকারীদের ভিডিও দেখে দেখে ধরা হচ্ছে বলে গতকাল সাংবাদিকদের কাছে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।