নওগাঁর আরো এক উপজেলায় বৈকালিক স্বাস্থ্যসেবা চালু
নওগাঁর মান্দা উপজেলার সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো বৈকালিক চিকিৎসা সেবা। গত রোববার চালু হওয়ার পর আজ মঙ্গলবার পর্যন্ত পাঁচ শতাধিক রোগী এই বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম থেকে সেবা নিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হেদায়েতুল ইসলাম।
কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, এ অঞ্চলের মানুষ দিনের প্রথম ভাগে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। এ জন্য অনেকেই বহির্বিভাগে সকালে চিকিৎসাসেবা নিতে পারেন না। তাদের কথা ভেবে ২৪ ঘণ্টা একজন সার্বক্ষণিক এমবিবিএস চিকিৎসকসহ সকালের শিফট ছাড়াও বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুই ঘণ্টা বহির্বিভাগ চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হেদায়েতুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পর মান্দায় বৈকালিক চিকিৎসাসেবা চালু হয়। এ সেবা শুরু হওয়ার পর ব্যাপক সাফল্য পাওয়া গেছে। শুধু মান্দা ও বদলগাছীতে নয় পুরো বাংলাদেশেই এই সেবা চালু হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
জেলা সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবায় অনুপ্রাণিত হয়ে বদলগাছীতে এ কার্যক্রম চালু করা হলো। আশা করছি, এখানেও বৈকালিক চিকিৎসাসেবা সাড়া ফেলবে।
সিভিল সার্জন আরো জানান, মান্দায় গত ২৫ মার্চ থেকে চালু হওয়া বৈকালিক চিকিৎসাসেবায় গত মাস পর্যন্ত পাঁচ হাজার ৩০০ রোগী চিকিৎসাসেবা নিয়েছে। ধীরে ধীরে নওগাঁর সকল উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে। পত্মীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুব শিগগিরই বৈকালিক চিকিৎসাসেবা চালু করা হবে।