আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবি
সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভূমি অধিকার আন্দোলনের নেতা আলফ্রেড সরেন হত্যার বিচারের দাবি জানিয়ে তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১২টায় মহাদেবপুর উপজেলার ভীমপুর গ্রামে নিহত আলফ্রেড সরেনের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। এ সময় কমিউনিস্ট পার্টির নেতা প্রদ্যুত ফৌজদার, মহসীন রেজা ও আলফ্রেড সরেনের ছোট বোন রেবেকা সরেনসহ তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে বেলা ১টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড়ে জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরিষদের নওগাঁ জেলা কমিটির সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক সবিন মুণ্ডা, কবি অধ্যাপক আতাউল হক সিদ্দিকী, ওয়ার্কার্স পার্টির নেতা শহীদ হাসান সিদ্দিকী স্বপন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের নেতা জয়নাল আবেদীন মুকুল, সজল চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা গত ১৫ বছরে আলফ্রেড সরেন হত্যা মামলার বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।
২০০০ সালের ১৮ আগস্ট নওগাঁর মহাদেবপুরের ভীমপুরে গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জের ধরে আলফ্রেড সরেনকে প্রকাশ্যে হত্যা করে ভূমিদস্যুরা।