সাতক্ষীরায় ফুটবল মাঠে হামলা, আহত ৮
সাতক্ষীরার ধুলিহর হাইস্কুল মাঠে গতকাল সোমবার ফুটবল খেলা শেষে প্রতিপক্ষের হামলায় আট ছাত্র আহত হয়েছে।তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো রুহুল আমিন, আহসানউল্লাহ, ফয়সাল আহমেদ, সাজ্জাদ আলী, শহিদুল ইসলাম, খালিদ হোসেন, রিপন ও রাকিবুল ইসলাম ।
ভালুকা চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফফার জানান, গতকাল সোমবার বিকেলে ধুলিহর হাইস্কুল মাঠে স্বাগতিক দলের সঙ্গে তাঁর স্কুলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। নকআউট পদ্ধতির এই খেলায় তাঁর বিদ্যালয় ধুলিহর স্কুলকে ৪-৩ গোলে পরাজিত করে। খেলা শেষে আকস্মিকভাবে ধুলিহর স্কুলের কিছু ছাত্র ও সমর্থক তাঁর স্কুলের খেলোয়াড়দের ওপর হামলা চালায়। এ সময় লোহার রড, চেলা কাঠ ও লাঠিসোঁটার আঘাতে আট ছাত্র আহত হয় ।
আহতদের পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আবদুল সাদী হাসপাতালে গিয়ে আহত খেলোয়াড় ও সমর্থকদের চিকিৎসার খোঁজখবর নেন।তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন ।