বরিশালে এক নারীকে আলকায়েদা সদস্য উল্লেখ করে মামলা
এক নারীকে জঙ্গি সংগঠন আল কায়দার সদস্য হিসেবে উল্লেখ করে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
আগুন দিয়ে ঘর পুড়িয়ে দেয়ার অভিযোগে নগরীর পলাশপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা মৃত হানিফ সরদারের স্ত্রী মনোয়ারা বেগম সোমবার এই মামলা দায়ের করেন।
মামলায় মঞ্জু বেগম নামক এক নারীকে আল কায়দা সদস্য হিসেবে উল্লেখ করে মোট ৩ জনকে আসামী করা হয়েছে। আদালতের বিচারক মোঃ রফিকুল ইসলাম মহানগর গোয়েন্দা পুলিশকে মামলাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হল, একই এলাকার বাসিন্দা মৃত হারুন অর রশিদের ছেলে শাহিন হাওলাদার, তার স্ত্রী রুজি বেগম ও কথিত আল কায়দা সদস্য মঞ্জু বেগম। এছাড়া মামলায় অজ্ঞাত নামা হিসেবে আরো ৪/৫ জনকে আসামি হিসেবে রাখা হয়েছে।
মামলার অভিযোগে বাদী মনোয়ারা বেগম জানান, ভারতের কাস্মীরে জন্ম নেয়া মঞ্জু বেগম একজন আল কায়দা সদস্য। বাদীর সাথে আসামীদের জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে গত ৪ আগষ্ট গভীর রাতে আসামিরা তাদের আরো সহযোগীদের নিয়ে মনোয়ারা বেগমের বসত ঘরে অগ্নিসংযোগ করে। এসময় ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনলেও এতে ঘরের বিভিন্ন মালামাল পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।