হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, ২৯ জনের পাঁচ বছর

Looks like you've blocked notifications!
বাগেরহাটে আজ বুধবার সোহরাব হোসেন হত্যা মামলার রায় ঘোষণা শেষে আসামিদের পুলিশের গাড়িতে ওঠানো হয়। ছবি : এনটিভি

বাগেরহাটের মোরেলঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোহরাব হোসেন হত্যা মামলায় আদালত এক আসামিকে মৃত্যুদণ্ড, একজনকে যাবজ্জীবন এবং অপর ২৯ আসামিকে পাঁচ বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন। একই সঙ্গে আদালত ৩১ আসামির সবাইকে অর্থদণ্ডের নির্দেশ দেন।

আজ বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. জাকারিয়া হোসেন ওই রায় ঘোষণা করেন।

আদালত আসামি আতাহার আলী ওরফে পরান বাবুকে মৃত্যুদণ্ডাদেশ এবং ২০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। এ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আবদুর রশিদকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেন। অপর ২৯ আসামিকে ১৪৭ ধারায় দুই বছর এবং ১৪৮ ধারায় তিন বছর করে কারাদণ্ডাদেশ দেন। একই সঙ্গে পৃথক দুটি ধারায় ওই ২৯ আসামিকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাস করে কারাদণ্ডাদেশ দেন।

রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিসহ ছয়জন আদালতের কাঁঠগড়ায় উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি আতহার আলী ওরফে পরান বাবুর বাড়ি বাগেরহাট সদর উপজেলার ডেমা গ্রামে।

২০০১ সালের ১৮ জুন মোরেলঞ্জ উপজেলার তেলিগাতী গ্রামের নিজ বাড়িতে সোহরাব হোসেনকে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় ওই দিনই তাঁর স্ত্রী কোহিনূর বেগম বাদী হয়ে ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনের নামে হত্যা মামলা করেন।