‘১৬ কোটি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না’

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি আলোচনাসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আপনারা আমাদের আটক করতে পারেন, মুখ বন্ধ করে রাখতে পারেন। কিন্তু মনে রাখবেন ১৬ কোটি মানুষের মুখ বন্ধ করে রাখতে পারবেন না।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ন্যাশনাল পিপলস পার্টি আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ কখনো স্বৈরাচারের সঙ্গে আপস করেনি, করবেও না। আপনারা বিএনপি ও বিরোধী দলের মুখ বন্ধ করে রাখতে পারেন জোর করে। কিন্তু ১৬ কোটি মানুষের মুখ তাদের হৃদয় কখনো বন্ধ রাখতে পারবেন না। এ দেশের মানুষ ইংরেজদের, ১৯৭১ সালে পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে ৯০ তে গণতন্ত্রকে ফিরিয়ে এনেছে। খালেদা জিয়াকেও মুক্ত করে আনবে।’

মির্জা ফখরুল বলেন, ‘মনে করবেন না এত সহজে পার পেয়ে যাবেন।’ তিনি আরো বলেন, ‘আপনারা জনগণের গণতান্ত্রিক ও ভোটের অধিকার হরণ করেছেন আগে তা ফিরিয়ে দিন। না হলে দেশের মানুষ আন্দোলনের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করে নেবে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকার খালেদা জিয়াকে ভয় পায়, সেই জন্যই মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছে। কারণ তিনি রাস্তায় নামলে কোটি মানুষ তাঁর সঙ্গে রাস্তায় নেমে আসবে। কারণ সরকার চায় নিজেদের অধীনে আবারও একদলীয় নির্বাচন করে ক্ষমতায় থাকতে। কিন্তু খালেদা জিয়া বাইরে থাকলে তাদের সে স্বপ্ন পূরণ হবে না।’

প্রধানমন্ত্রীর সমালোচনা করে ফখরুল বলেন, ‘আমরা কাকে চেয়ারম্যান বানাব সেটা আমাদের দলের বিষয়। তা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না। বিএনপি তাদের গঠনতন্ত্র অনুযায়ী সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানিয়েছে। সুতরাং এটা নিয়ে আপনাদের মাথা ব্যথার কারণ নেই। নিজেদের চরকায় তেল দেন। নিজেদের দলের দিকে তাকিয়ে দেখেন কী অবস্থা আপনাদের দলের।’

মির্জা ফখরুল বলেন, ‘বর্তমানে আমরা একটা সংকটময় সময় পার করছি। এর থেকে পরিত্রাণের দায়িত্ব একমাত্র খালেদা জিয়ার নয় দেশের সবার। তিনি শুধু দেশের মানুষের অধিকার আদায় করতে জেলে যাবেন আর কারো দায়িত্ব নেই? আমি আহ্বান জানাচ্ছি সব রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিদের আপনারা এগিয়ে আসুন একটি জাতীয় ঐক্য গঠন করুন দেশের গণতন্ত্র রক্ষা করুন।’

বিএনপির মহাসচিব বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দিন। অন্যথা দেশের স্বাধীনতাকামী, গণতন্ত্রকামী মানুষ তাঁদের প্রাণের নেত্রীকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করে আনবে।’

আলোচনা সভায় বক্তব্য দেন এনপিপি সভাপতি ফরিদুজ্জামান ফরহাদ, কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুর রকিব, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক সাঈদ আহমদ, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন প্রমুখ।