নরসিংদীতে প্রতীকী বইমেলা ও প্রতিবাদ

Looks like you've blocked notifications!
নরসিংদীতে সরকারি কলেজের তমালতলায় বুধবার প্রতীকী বইমেলার আয়োজন করেন কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা। ছবি : এনটিভি

নরসিংদীতে সরকারি কলেজে বইমেলা না হওয়ার প্রতিবাদে প্রতীকী বইমেলা আয়োজন করা হয়েছে। বুধবার সকালে নরসিংদী সরকারি কলেজের তমালতলায় কলেজের সাধারণ শিক্ষার্থী ও সংস্কৃতি কর্মীরা এই বইমেলার আয়োজন করেন।

এ সময় প্রতীকী বইমেলায় বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও সংস্কৃতি কর্মীদের পদচারণে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। প্রতিকী বইমেলায় ছয়টি স্টল অংশগ্রহণ করে।

২০১৬ সালে নরসিংদী সরকারি কলেজ মাঠে বইমেলা অনুষ্ঠিত হওয়ার পর জেলা প্রশাসনের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের একটি ভুল বোঝাবুঝির কারণে দূরত্বের সৃষ্টি হয়। সেই থেকে গত বছর এই কলেজ প্রাঙ্গণে প্রাণের বইমেলা অনুষ্ঠিত হয়নি।