পঞ্চগড়ে ট্রাক চাপায় দুই ব্যবসায়ী নিহত
পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের ব্যারিস্টার বাজার এলাকায় মোটরসাইকেল আরোহী দুই সবজি ব্যবসায়ী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন পঞ্চগড় শহরের রাজনগর এলাকার মৃত খতিবউদ্দিনের ছেলে মো. নুরুজ্জামান খান (৪৩) ও শহরের ডিস্টিলারিজ খালপাড়া এলাকার আবদুল কাদেরের ছেলে মাহাবুবুর রহমান জনি (৪০)। এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী পঞ্চগড়-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যবসায়ী ব্যারিস্টার বাজার এলাকায় পার্শ্ব সড়ক থেকে মহাসড়কের ওপর ওঠার সময় তেঁতুলিয়া থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ব্যবসায়ী মো. নুরুজ্জামান খান ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মাহাবুবুর রহমানকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু হয়। ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আকরামুল হক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁদের মৃত্যু হয়।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হাসান সরকার ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই সবজি ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।