গাজীপুরে পুড়েছে ২০ ঝুটের গুদাম

Looks like you've blocked notifications!
গাজীপুরে আজ রোববার ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের পর তা নেভাচ্ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি : এনটিভি

গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে অন্তত ২০টি ঝুটের গুদাম পুড়ে গেছে। এ সময় এসব গুদামের পাশে থাকা আটটি কাঠের দোকান, একটি যন্ত্রাংশের দোকানও পুড়ে গেছে।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে পারেনি  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আগুনে হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের অতিরিক্ত সহকারী পরিচালক আক্তারুজ্জামান জানান, সকালে একটি ঝুটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই সেই আগুন আশপাশের অন্য গুদাম ও কাঠের দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাজীপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ও কালিয়াকৈর থেকে দুটি ইউনিট আগুন নেভাতে অংশ নেয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আক্তারুজ্জামান আরো জানান, পাশেই নিটল-টাটার গ্যারেজ ও পেট্রল পাম্প ছিল। সেটি আগুন থেকে রক্ষা পেয়েছে।