খাগড়াছড়ির নিচু এলাকা প্লাবিত

Looks like you've blocked notifications!
দুইদিনের টানা প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ছবি : এনটিভি

দুইদিনের টানা প্রবল বর্ষণ ও  উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে খাগড়াছড়ির বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে জেলা সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া, শান্তিনগরসহ বেশ কয়েকটি নিচু এলাকা প্লাবিত হয়েছে। 

পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ পরিবার। অনেকে ঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। পানিতে ডুবে গেছে ফসলি জমি।

এ দিকে বর্ষণ অব্যাহত থাকায় চেঙ্গী ও মাইনী নদীর পানি বেড়ে পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। 

তবে এখন পর্যন্ত জেলা প্রশাসন কিংবা পৌরসভার পক্ষ থেকে আশ্রয়কেন্দ্র খোলা বা অন্যকোনো উদ্যোগ নেওয়া হয়নি।