কেরানীগঞ্জের ব্যবসায়ী হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

Looks like you've blocked notifications!

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জের ব্যবসায়ী আরিফিন আবেদীন খান ওরফে রাজন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড এবং তিনজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

আজ সোমবার ঢাকার জেলা দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় ঘোষণা করেন।

আদালতের সরকারি কৌঁসুলি শামসুর রহমান এনটিভি অনলাইনকে জানান, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন জয় ও আলমগীর ঢালী।  যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মাসুদ আহমেদ ইমন, নাজমুল ও নিয়ামত। রায়ে এঁদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো এক মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামিদের মধ্যে আলমগীর ও ইমন ছাড়া বাকি সবাই পলাতক। পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন ১-এর দোকান থেকে বের হন আরিফীন আবেদীন খান ওরফে রাজন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করেও তাঁকে আর পাওয়া যায়নি। পরের দিন সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বাঘৈর ইটখোলা সংলগ্ন চিতাখোলা রাস্তার পাশে পানির গর্তে তাঁর লাশ পাওয়া যায়।

এ ঘটনায় নিহত রাজনের মা হোসনে আরা বেগম কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

পরে ২০১৬ সালের ৩১ মার্চ মামলাটি তদন্ত করে কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন।