আইনজীবীদের কথা শুনবেন না, খালেদা জিয়াকে নাসিম

Looks like you've blocked notifications!

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আমরা কেউ চাই না খালেদা জিয়া জেলে থাকুক।’ খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, ‘আপনি আদালতের মাধ্যমে জেলে গেছেন। ইনশাল্লাহ আদালতের মাধ্যমেই বের হবেন।’

আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

নাসিম বলেন, ‘আমরা মাঠে খেলতে চাই। একা খেলতে চাই না। সবাইকে নিয়ে খেলতে চাই।’  তিনি বলেন, ‘বেগম জিয়াকে অনুরোধ করব এই আইনজীবীরা আপনার সঙ্গে আছেন; এরা আইনি ওকালতি করে আপনাকে বাড়িছাড়া করেছিল, মনে রাখবেন। এরাই আবার আপনাকে বুদ্ধি পরামর্শ দিয়ে নির্বাচন থেকে বাইরে রেখে পার্লামেন্ট থেকে সরিয়ে দিয়েছে, রাস্তা থেকেও সরিয়ে দিয়েছে। এ আইনজীবীদের কথা শুনবেন না। যদি শোনেন, অনেক বছর জেলে থাকতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘প্রতিযোগিতামূলক নির্বাচনের স্বার্থে আওয়ামী লীগ চায় না খালেদা জিয়া জেলে থাকুক।’

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় গত ৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। একই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড হয়। রায় ঘোষণার পর থেকেই কারাগারে আছেন খালেদা জিয়া।

ওই রায়ের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানান, আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে আছেন। এতে সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ নেই।