দেশে এখন জঙ্গিবাদের উত্থান নেই : আমু

Looks like you've blocked notifications!
জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির বৈঠকে কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। ছবি : এনটিভি

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘দেশে এখন জঙ্গিবাদের উত্থান নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে আছে।’ তিনি আরো জানান, আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে।

আজ বুধবার জঙ্গি প্রতিরোধ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন কমিটির আহ্বায়ক ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

সন্দেহজনক টেলিযোগাযোগ ও অস্বাভাবিক লেনদেন খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ প্রদান করেছে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সভাপতিত্বে আজ বুধবার দুপুর ১২টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, স্বরাষ্ট্র সচিব মোস্তফা কামাল উদ্দিন, মহাপুলিশ পরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমির হোসেন আমু বলেন, ‘জঙ্গি অর্থায়ন তিনভাবে হয়। প্রথমত, জঙ্গিরা নিজেরা অর্থায়ন করে; দ্বিতীয়ত, এদের সমর্থকরা; তৃতীয়ত, জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরা। এই তিন ধরনের ব্যক্তিদের চিহ্নিত করে এদের আর্থিক লেনদেন বিকাশের মাধ্যমে হোক বা ব্যাংকের মাধ্যমে হোক, তা আইনশৃঙ্খলা বাহিনীকে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘বিকাশ অ্যাকাউন্ট করতে হলে আঙুলের ছাপ, জাতীয় পরিচয়পত্র ও ছবি বাধ্যতামূলক করা হয়েছে। বিকাশের মাধ্যমে ফলে জঙ্গি অর্থায়ন চিহ্নিত করা সহজ হয়েছে।’