সিজারে ছাগলের বাচ্চা প্রসব!

Looks like you've blocked notifications!
ছাগলের অস্ত্রোপচারে ব্যস্ত ভেটেরিনারি সার্জন ডা. ফেরদৌসী আকতার ও তাঁর সহযোগীরা। ছবি : এনটিভি

সিজারের মাধ্যমে মানুষের সন্তান হয়। কিন্তু যদি শোনেন, সিজারের মাধ্যমে ছাগলের বাচ্চা জন্ম নিয়েছে, তাহলে তো অবাক হওয়ারই কথা।

গত মঙ্গলবার সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়ায় এমনই অবাক করা ঘটনা ঘটে। প্রথমবারের মতো অস্ত্রোপচারের মাধ্যমে একটি ছাগলের বাচ্চা জন্ম নেয় উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে।

চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল সূত্রে জানা যায়, তিন মাস আগে সন্তানসম্ভবা ছাগলটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এতে ছাগলটির পেলভিক গার্ডলে (শ্রোণিচক্র) ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ছাগলটির স্বাভাবিকভাবে সন্তান জন্মদানের কোনো সম্ভাবনাই ছিল না।

এ অবস্থায় গত মঙ্গলবার মালিক ফাছেলা বেগম ছাগলটি নিয়ে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে আসেন। পরে ডা. ফেরদৌসী আকতার ছাগলটিকে পর্যবেক্ষণ করে সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেন। যদিও সিজারের কথা শুনে ঘাবড়ে যান ফাছেলা বেগম।

ডা. ফেরদৌসী আকতার বলেন, ‘ছাগলটিকে দেখার পর ইন্টার্ন চিকিৎসক সাজিদ হাসান ও ইন্টার্ন ভেটেরিনারিয়ান ফিল্ড অ্যাসিস্ট্যান্ট মো. বাবরকে সঙ্গে নিয়ে সিজারের সিদ্ধান্ত নিই। অপ্রতুল যন্ত্রপাতি ও হাসপাতালের অনুপযুক্ত পরিবেশের পরও সিজার করা হয়েছে।’

‘দুই ঘণ্টা ২০ মিনিট চেষ্টার পর এতে সফলতাও পাওয়া যায়। সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছাগলের পেট থেকে একটি বাচ্চা বের করে আনা হয়। অনেকেই জানেন না, পশুরও সিজারের মাধ্যমে বাচ্চা হয়।’

ছাগলটির মালিক ফাছেলা বেগম বলেন, ‘ছাগলেরও যে সিজারে বাচ্চা হয়, এই প্রথম দেখলাম। এটা কখনো শুনিনি। মা ছাগল ও বাচ্চা এখন পুরোপুরি সুস্থ আছে।’