ইসি সচিব জানালেন

আইন অনুযায়ী বিএনপির অভিযোগ নিষ্পত্তি হবে

Looks like you've blocked notifications!
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইসির সচিব হেলালুদ্দীন আহমেদ। ছবি : এনটিভি

প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার বিষয়ে বিএনপির চিঠির প্রসঙ্গে নির্বাচন কমিশন বলেছে, তফসিল ঘোষণার আগে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার এখতিয়ার কমিশনের নেই। 

নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘আইনে যেটা আছে সেই আইন অনুসরণ করেই তাদের অভিযোগটা নিষ্পত্তি করা হবে।’

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হেলালুদ্দীন। এর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক করেন নির্বাচন কমিশন। 

জাতীয় সংসদের গাইবান্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-১ শূন্য আসনের উপনির্বাচন হবে আগামী ১৩ মার্চ। এ কারণেই ওই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পুলিশের মহাপরিদর্শকসহ (আইজি) অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ২৯ মার্চ দেশে বেশ কয়েকটি পৌরসভারও নির্বাচন হবে ওই বিষয়টিও এ আইনশৃঙ্খলা বৈঠকে গুরুত্ব পায়।

বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশন সচিব ও পুলিশের মহাপরিদর্শক।

নির্বাচন কমিশনের কাছে বিএনপির পক্ষ থেকে যে চিঠি দেওয়া হয়েছে তা পাওয়ার কথা জানান ইসির সচিব হেলালুদ্দীন। চিঠিতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাষ্ট্রীয় খরচে নির্বাচনী প্রচার-প্রচারণার অভিযোগ করেছে বিএনপি। বিএনপি দাবি করে, জনসভায় প্রধানমন্ত্রীর নৌকার পক্ষে ভোট চাওয়া নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন। 

এ ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ‘আইন অনুসরণ’ করে ‘অভিযোগটা নিষ্পত্তি’ করার কথা জানান ইসির সচিব। 

আইনে কী আছে জানতে চাইলে হেলালুদ্দীন আহমদ বলেন, ‘আইনে যেটা বলা আছে সেটা হলো যখন কোনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় তখন এসব দেখভাল করার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর বর্তায়।’ 

এ চিঠির বিষয়ে পরবর্তী সপ্তাহে আরো বিস্তারিত জবাব দেওয়া হবে বলে জানান ইসির সচিব।

গত মঙ্গলবার ইসিকে ওই চিঠি দেয় বিএনপি। ওই চিঠির বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে মিথ্যা মামলায় আর প্রধানমন্ত্রী দেশ-বিদেশে সরকারি খরচে নৌকার প্রচার চালাচ্ছেন। তাই আমরা যৌক্তিক দাবি জানিয়েছি, অবিলম্বে এটি বন্ধে পদক্ষেপ নিতে। আমরা আশা করছি, নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। আর যদি তারা সেটা না করে, তাহলে আমরা আগে যে অভিযোগ করেছি, নির্বাচন কমিশন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে—সেটাই প্রমাণিত হবে।’

স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করার প্রত্যয়
নির্বাচন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘অনেক সময় স্থানীয় সরকার নির্বাচন থেকেও বড় ধরনের অনাস্থার সৃষ্টি হয়। মানুষ যাতে সুন্দরভাবে ভালোভাবে ভোট দিতে পারে এবং ওখান থেকে যেন আস্থার সংকট না হয় সেটার জন্য আমরা জোর দিয়েছি।’ 

পুলিশের মহাপরিদর্শক (আইজি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘কেউ যদি নির্বাচন ভণ্ডুল করার কোনো ব্যবস্থা নেয় অথবা আইনশৃঙ্খলা রক্ষার ব্যত্যয় হলে কী ধরনের ব্যবস্থা নিতে হবে, কোন পর্যায়ে এটা আইনে বিবৃত করা আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা অতীতেও নেওয়া হয়েছে, ভবিষ্যতেও তাই নেওয়া হবে।’