নাটোরে আরএফএলের প্লাস্টিকের ডিপোতে আগুন
নাটোরে বেসরকারি প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের প্লাস্টিক সামগ্রীর একটি ডিপোতে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় লাগা ওই আগুন তিন ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
আরএফএলের ওই ডিপোটি শহরতলির দত্তপাড়া মোকরামপুর এলাকায় অবস্থিত।
নাটোর জেলা সদর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তার হোসেন জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে ডিপোর একটি কক্ষ থেকে আগুন বের হতে দেখে ডিপোর কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে জেলা সদরসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এবং পরে রাজশাহীর পুঠিয়ার একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়।
আক্তার হোসেন জানান, পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ওই ডিপোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) ইমরান আলী সরকার জানান, ওই ডিপো থেকে চারটি জেলায় পণ্য সরবরাহ করা হতো। ওই ডিপোতে প্রায় দুই কোটি টাকার প্লাস্টিকের পণ্য ছিল।
শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আক্তার হোসেন।