ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে আটক ১০ রোহিঙ্গা
কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে গিয়ে বান্দরবানের রুমা উপজেলায় পুলিশের হাতে আটক হয়েছেন ১০ রোহিঙ্গা। গতকাল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া রোহিঙ্গা নাগরিকরা হলেন—মো. আলী উল্লাহ (২৩), রহিম উল্লাহ (২৫), মো. আবদুল্লাহ (২৫), মোহাম্মদ রহিম (৪৮), মো. ইউনুস (২৫), দিলদার উল্লাহ (২০), আলী জোহর (২০), ফারুক হোসেন (২১), মো. সাদেক (১৯) ও মো. হাসান (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাতে জেলার রুমা উপজেলার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ছয়জন ও রুমা সাঙ্গু নদীর ঘাট থেকে চারজন রোহিঙ্গাকে আটক করে পুলিশ।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আটক রোহিঙ্গারা সবাই কক্সবাজার কুতুপালং শরণার্থী ক্যাম্প থেকে রুমায় পালিয়ে এসেছেন। প্রশাসনের মাধ্যমে আটক ব্যক্তিদের আজ আবারও কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানো হবে বলেও জানান এই কর্মকর্তা।