ঝালকাঠিতে ডাকাত সন্দেহে দুজনকে গণপিটুনি
ঝালকাঠির নলছিটিতে ডাকাত সন্দেহে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার দপদপিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকার দুই ব্যক্তি হলেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বলাইকাঠি গ্রামের মজিবর হাওলাদার ও চরামদ্দি গ্রামের মন্টু হাওলাদার। গুরুতর আহত অবস্থায় তাঁদের নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশি পাহারায় তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, দপদপিয়া খেয়াঘাটে গতকাল সন্ধ্যার পর একটি ট্রলারে মজিবর ও মন্টু বসেছিলেন। স্থানীয় কয়েকজন যুবক তাঁদের উদ্দেশে জানতে চাইলে তাঁরা ট্রলারে থাকা বৈঠা দিয়ে এলোপাতাড়ি হামলা শুরু করেন। খবর পেয়ে এলাকার লোকজন এসে ট্রলার থেকে মন্টুকে নামিয়ে এনে পিটুনি দেয়। এ সময় মজিবর লাফিয়ে সুগন্ধা নদীতে পড়ে যান। স্থানীয়রা নদী থেকে তাঁকেও তুলে এনে পিটুনি দেয়। এর পর গুরুতর আহত অবস্থায় তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।
ওসি জানান, সম্প্রতি দপদপিয়া ইউনিয়নে তিনটি ডাকাতি হয়। ওই সব ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এসে এ দুজনকে ডাকাত বলে শনাক্ত করে। তিনি আরো জানান, মন্টু ও মজিবর পেশাদার ডাকাত। তাঁদের বিরুদ্ধে দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় ১০-১২টি ডাকাতির মামলা রয়েছে।