ক্রিকেট খেলে আর ফিরল না শিশু শামীম

Looks like you've blocked notifications!

স্কুল থেকে ফিরে ক্রিকেট খেলছিল শামীম। দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বলটি একটি বাড়ির টিনের চালে পড়ে। সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয় শামীম। অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় শিশু শামীমকে। আর চেতনা ফিরেনি ওর। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় শামীম। আজ রোববার রাজধানীর বাড্ডা আফতাবনগর এলাকায় ওই ঘটনা ঘটে। 

শামীমের পুরো নাম শামীম হোসেন (১০)। সে স্থানীয় জহুরা কামাল স্কুলে পড়তো। 

অচেতন অবস্থায় শামীমকে উদ্ধার করে প্রথম স্থানীয় হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে শামীমকে মৃত ঘোষণা করেন।

শরীয়তপুরের ডামুড্ডা উপজেলার সরাইশকাঠি গ্রামের রাজমিস্ত্রি আবুল কালামের চার সন্তানের মধ্যে ছোট শামীম। পরিবারের সঙ্গে আফতাবনগর ভূঁইয়াবাড়ি এলাকার একটি টিনশেড বাড়িতে থাকত শামীমের পরিবার।

শামীমের বাবা আবুল কালাম জানান, দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে ক্রিকেট খেলছিল শামীম। বলটি টিনের চালে পড়লে শামীম বল আনতে যায়। আগে থেকেই টিনের চাল বিদ্যুতায়িত হয়ে থাকায় সঙ্গে সঙ্গে স্পৃষ্ট হয় সে। পরে দেখতে পেয়ে স্বজনরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করে শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।