আদালতে হাজিরা দিতে এসে পালালেন আসামি

Looks like you've blocked notifications!

নরসিংদীতে জঙ্গি ও ডাকাতি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক আসামি কোর্টহাজত থেকে পালিয়ে গেছেন। আজ রোববার দুপুরে আদালতের গারদখানা থেকে এজলাসে নেওয়ার পথে এ ঘটনা ঘটে।

পলাতক আসামির নাম কাউছার। তাঁর গ্রামের বাড়ি সিরাজগঞ্জ।  ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর নরসিংদী শহরের বাসাইলের একটি বাড়িতে জঙ্গিতৎপরতা ও ডাকাতি করার সময় চার সহযোগীসহ কাউছারকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। ওই সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়। পরে কাউন্টার টেররিজমের সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদের পর  জঙ্গি তৎপরতার সঙ্গে তাঁদের সম্পৃক্ততা পান। পরে তাঁদের অস্ত্র ও ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

নরসিংদী আদালত পুলিশের পরিদর্শক মো. রুহুল ইসলাম জানান, হাজিরা দেওয়ার জন্য আজ সকালে আসামি কাউছারকে কারাগার থেকে আদালতের গারদখানায় আনা হয়। পরে কনস্টেবল সাইদুল ও হামিদ আসামি কাউছারসহ অন্য আসামিদের গারদখানা থেকে আদালতের এজলাসে নেওয়ার সময় কাউছার পালিয়ে যান। এ সময় আসামির হাতে হাতকড়া ছিল না বলে জানিয়েছেন তিনি।