বিকেলে আটক, ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আজ সোমবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। ছবি : এনটিভি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তি ডাকাত দলের সদস্য।

আজ সোমবার ভোরে উপজেলার দক্ষিণ কাইতলা ইউনিয়নের মহেশপুর আঞ্চলিক সড়কের হাওরভাঙা ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত জাবেদ মিয়া (৪০) উপজেলার কাইতলা ইউনিয়নের দক্ষিণ পূর্বপাড়া গ্রামের ইদন মিয়ার ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম শিকদার দাবি করেন, গতকাল রোববার বিকেলে উপজেলার দক্ষিণ কাইতলা এলাকা থেকে জাবেদকে আটক করা হয়। গ্রেপ্তারের পর তিনি জানান, তাঁর কাছে অস্ত্র রয়েছে।

পরে জাবেদকে নিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের জন্য হাওরভাঙা এলাকায় যায়। এ সময় তাঁর সঙ্গীরা পুলিশের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় গুরুতর আহত হন জাবেদ। আহত অবস্থায় তাঁকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশের আরো দাবি, এ ঘটনায় তাদের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন উপপরির্দশক এহসানুল হাসান, কনস্টেবল নাজমুল, পারভেজ প্রমুখ।

জাবেদ মিয়ার বিরুদ্ধে নবীনগর থানায় হত্যা, ডাকাতি, অস্ত্র মামলাসহ মোট নয়টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ আরো জানায়, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, গুলি ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।