‘জনপ্রিয়তার কারণেই খালেদা জিয়াকে সাজা প্রদান’

Looks like you've blocked notifications!
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন,  ‘মামলা ও অভিযোগ মূল বিষয় না, খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই তাঁকে সাজা দেওয়া হয়েছে।’

আজ মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী  এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়ার ওপর শেখ হাসিনার প্রতিহিংসার কারণে তাঁকে আজ জাল জালিয়াতির মাধ্যমে মিথ্যা সাজানো মামলায় কারাগারে আটকে রেখেছেন। মামলা ও অভিযোগ মূল বিষয় না, খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণেই তাঁকে সাজা দেওয়া হয়েছে। বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্বলছেন। কেন খালেদা জিয়ার এত জনপ্রিয়তা, কেন দেশের মানুষ তাঁকে এত পছন্দ করেন সেটি শেখ হাসিনার সহ্য হয় না।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর জুলুম নির্যাতন চালানো হচ্ছে অভিযোগ করে রুহুল কবির রিজভী বলেন, ‘খালেদা জিয়া আগে থেকেই অনেক রোগে আক্রান্ত। জেলে যাওয়ার পর তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়েছে। তিনি বাহিরের চিকিৎসক দিয়ে চিকিৎসা নিতে চাইলেও কারা কর্তৃপক্ষ তাকে অনুমিত দিচ্ছে না। সরকার এর মাধ্যমে খালেদা জিয়ার ওপর জলুম নির্যাতন করছেন।’

কলকাতার একটি অনলাইন গণমাধ্যমের সংবাদ প্রকাশের সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই বলে দাবি করেন রুহুল কবির রিজভী। তাঁকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

রিজভী বলেন, ‘খালেদা জিয়াকে কারাগারে নিয়ে এবং সাজা দিয়েও প্রধানমন্ত্রীর শখ মেটেনি। এখন জিয়া পরিবারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র শুরু করেছে। এ জন্য প্রতিবেশী দেশের একটি গণমাধ্যম ভারপ্রাপ্ত চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। আমি বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিতব্য বিএনপির অবস্থান কর্মসূচির কথাও জানান রুহুল কবির রিজভী। এ ছাড়া ১২ মার্চের সমাবেশ সফল করতে জোর প্রস্তুতি নেওয়ার কথা জানান তিনি।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, সহসাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ, তাইফুল ইসলাম টিপু, সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম।