১০ টাকা কেজির চালে ওজনে কম, ব্যবসায়ী কারাগারে

Looks like you've blocked notifications!
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০ টাকা কেজির চালে ওজনে কম দেওয়ার দায়ে ব্যবসায়ী নিখিলেশ পোদ্দারকে (ডানে) আজ বুধবার দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি : এনটিভি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০ টাকা কেজির চালে ওজনে কম দেওয়ার দায়ে নিখিলেশ পোদ্দার (৫০) নামের এক ব্যবসায়ীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া সরকারি জায়গায় পাকা স্থাপনা তৈরি করার দায়ে চিত্তরঞ্জন কুণ্ডু (৬০) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ বুধবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোয়ালমারীর সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুজ্জামান এই সাজা দেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর বাজারে আজ হতদরিদ্রদের মধ্যে ১০ টাকা কেজি দরের চাল বিক্রি করা হচ্ছিল। এ সময় জয়নগর গ্রামের ব্যবসায়ী নিখিলেশ পোদ্দার ওজনে কম দিচ্ছিলেন। তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান তাঁকে হাতেনাতে আটক করেন। তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নিখিলেশ পোদ্দারকে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৮ ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

একই দিন জয়নগর বাজারে সরকারি জায়গা দখল করে পাকা স্থাপনা নির্মাণের দায়ে জয়নগর গ্রামের চিত্তরঞ্জন কুণ্ডুকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। ঘটনাস্থলেই আদালত বসিয়ে এ দণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।