ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

Looks like you've blocked notifications!
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলরে হিউম্যান হলারের চাপায় নিহত স্কুলছাত্র মহাদেব চন্দ্রের পরিবারের সদস্যদের আহাজারি। ছবি : এনটিভি

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বৈলরে হিউম্যান হলারের চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে।

নিহত মহাদেব চন্দ্র (১০) বৈলর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ত। সে বৈলর পালপাড়া নিবাসী জগদীশ চন্দ্রের ছলে।

ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক ও স্থানীয় লোকজন জানান, আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় হিউম্যান হলারের চাপায় ঘটনাস্থলেই এক স্কুল শিক্ষার্থী মারা যায়। এই  ঘটনার প্রতিবাদে এলাকাবাসী সড়ক অবরোধ করে। সড়ক অবরোধের ফলে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ এসে অনুরোধ করলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ জনতা।