টেকনাফে গোলাগুলিতে ‘রোহিঙ্গা ডাকাত’ নিহত

Looks like you've blocked notifications!
কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে বৃহস্পতিবার দুই দলের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। ছবি : এনটিভি

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আটক হয়েছেন আরো দুজন। পুলিশের দাবি, দুই ডাকাতদলের গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের প্রধান সহযোগী বাইল্লা ডাকাত নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোর রাতে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ই-ব্লকে ঘটনাটি ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়–য়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুই ডাকাতদলের মধ্যে গোলাগুলি হয়। এতে বহুল আলোচিত রোহিঙ্গা ডাকাত সর্দার আবদুল হাকিমের অন্যতম সহযোগী হোসেন আলী প্রকাশ বাইল্লা ডাকাত নিহত হন।

ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে রোহিঙ্গা ডাকাত আবদুর রাজ্জাক ও আবদুস সালামকে আটক করা হয়। অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন বিষয়ে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।