অ্যাটকো সভাপতির মুক্তির দাবিতে রংপুরে মানববন্ধন
এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে রংপুরের সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
রংপুর প্রেসক্লাব চত্বরে আজ বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ বাবু, সিনিয়র সাংবাদিক আবদুস শাহেদ মন্টু, এটিএন বাংলার রিপোর্টার মাহাবুবুল ইসলাম, উত্তরাঞ্চল ফেডারেল সাংবাদিক পরিষদের (উফেসাপ) যুগ্ম মহাসচিব ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এ কে এম মঈনুল হক, রংপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আফতাব হোসেন, চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী, বাংলাভিশনের রিপোর্টার জয়নাল আবেদীন, চ্যানেল ২৪-এর স্টাফ রিপোর্টার জুয়েল আহমেদ, বাংলানিউজ ২৪ ডট কমের রিপোর্টার সাজ্জাদ হোসেন বাপ্পি, মিঠাপুকুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব রহমান ও কবি হায়াত মাহমুদ মানিক। মানববন্ধন ও সমাবেশে রংপুর জেলাসহ বিভাগের কয়েকটি জেলার শতাধিক সাংবাদিক অংশ নেন।
বক্তারা অবিলম্বে মোহাম্মদ মোসাদ্দেক আলীর মুক্তির দাবি জানিয়ে বলেন, কণ্ঠকে রোধ করে নয় বরং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলার নামে সরকার যদি গণমাধ্যমের ওপর নিযার্তন চালায়, তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে।