আরমানিটোলা স্কুলের শিক্ষক জয়নাল আবেদিন আর নেই

Looks like you've blocked notifications!

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ১৩ মিনিটে কেরানীগঞ্জের আঁটি রায়েরচরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মুক্তিযোদ্ধা।

সাবেক এই শিক্ষক তিন মাসের বেশি সময় ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

গতকাল আসরের নামাজের পর খোলামোড়া পুরাতন রায়েরচর মসজিদসংলগ্ন মাঠে জয়নাল আবেদিনের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেন কেরানীগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা। পরে তাঁকে বাড়ির পেছনে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

জানাজায় উপজেলা চেয়ারম্যান, এলাকাবাসী, আত্মীয়স্বজনসহ রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন।