‘নিরাপত্তা নয়, বিএনপির জনসমর্থন ভয় পায় সরকার’

Looks like you've blocked notifications!

জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিএনপির সমাবেশের অনুমতি দেয়নি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামীকাল সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ করতে চেয়েছিল বিএনপি।

এদিকে, জনসভার জন্য পুলিশের অনুমিত না পেয়ে গুলশানে জরুরি বৈঠক করে বিএনপির স্থায়ী কমিটি। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হয়ে বৈঠক শেষ হয় রাত সোয়া ৯টা।

অন্যদিকে, আগামীকাল সকালে দলের সার্বিক অবস্থা তুলে ধরে সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের নয়াপল্টন কার্যালয়ে সকাল ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখান থেকে দলের পরবর্তী অবস্থা জানাবেন মির্জা ফখরুল।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী এনটিভি অনলাইনকে বলেন, ‘আসলে নিরাপত্তাজনিত কারণ একটা অজুহাত। মূলত বিএনপির জনসমর্থনকে ভয় পায় আওয়ামী লীগ। তাই আমাদের সভা সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। কারণ বিএনপি জনসভা করলে আওয়ামী লীগের ৭ মার্চের জনসভার চেয়ে মানুষ বেশি হবে। সেই ভয়ে আমাদের অনুমতি দেওয়া হয়নি।’ তিনি বলেন, ‘আমরা দলীয় চেয়ারপারসনের নির্দেশে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। এসব কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা করার পরও প্রচুর জনসমাগম হয়েছে। মূলত এ ভয়ে সরকার ভীত হয়ে পড়েছে। তারা চায় না বিএনপির সভাসমাবেশে জনগণ সম্পৃক্ত হোক।’

বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘নিরাপত্তা কোনো ইস্যু না, কারণ বিএনপি কোনো কর্মসূচিতে সংঘাত করেনি। বরং সরকারের আইনশৃঙ্খলা বাহিনী আমাদের কর্মসূচিতে হামলে পড়েছে। নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে। আসলে বিএনপির কর্মসূচিতে জনসমাগম দেখে ভীত হয়ে গেছে আওয়ামী লীগ। তাই নিরাপত্তার কথা বলে সভা সমাবেশ করতে দিচ্ছে না।’

দুলু আরো বলেন, সরকার চায় বিএনপি রাজনীতির বাইরে থাকুক। কারণ বিএনপিসহ বিরোধী দলগুলোকে বাইরে রাখতে পারলে সরকারেরই লাভ। তারা আবারও একতরফা ভোট করে ক্ষমতায় যেতে পারবে।

বিএনপি নেতা বলেন, ‘বিএনপি জনসভা করতে চাইলে নিরাপত্তার কথা বলে অনুমতি দেয় না। কিন্তু ওয়ার্কস পার্টি, ইসলামী ঐক্যজোট, জাতীয় পার্টি যখনই চায় অনুমতি দেয়। আমাদের অনুমতি না দেওয়ার কারণ সরকার ভয় পায় বিরোধী দলকে। বিরোধী রাজনৈতিক দলগুলো সভাসমাবেশ করতে পারলে সরকারের অন্যয় অবিচার জুলুম নির্যাতনের কথা তুলে ধরবে। জনগণে সত্য জানতে পারবে সেই ভয়ে তারা সভা সমাবেশ করতে দিচ্ছে না। আমাদের রাজপথে নামতে দিচ্ছে না।’

বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমদ বলেন, ‘আমাদের নেত্রীর (বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া) জনপ্রিয়তায় ভীত হয়ে তাঁকে কারাগারে পাঠিয়েছে সরকার। এখন আমাদের শান্তিপূর্ণ সভা সমাবেশও করতে দিচ্ছে না। কারণ তারা জনগণের আতঙ্কে থাকে। বিএনপি সভাসমাবেশ করলে তাদের চেয়ে লোক বেশি হবে, জনগণ রাস্তায় নেমে আসবে সেই ভয়ে দেশের কোথায়ও আমাদের সভা সমাবেশের অনুমতি দিচ্ছে না। এটি সরকারের একদলীয় শাসন ছাড়া আর কিছু নয়।’