হামলাকে দুর্ঘটনা বললেন এমপি কেরামত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আসার পথে ফরিদপুরে গাড়িবহরে হামলার ঘটনাকে দুর্ঘটনা বলে আখ্যা দিলেন রাজবাড়ী-১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) কাজী কেরামত আলী।
urgentPhoto
কাজী কেরামত আলী বলেন, তাঁর বহরের একটি বাসের সঙ্গে ফরিদপুরের বাইপাস সড়কের পিয়ারপুর নামক স্থানে অন্য একটি পিকআপ গাড়ির ধাক্কা লাগে। এ নিয়ে স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে তাঁর গাড়িবহরের দুটি বাস ও লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ১০ জন নেতা-কর্মী আহত হন।
সংসদ সদস্য বলেন, চলাচলের পথে অনেক সময় দুর্ঘটনা ঘটতেই পারে। এটিকে তিনি অন্যভাবে না নিতে অনুরোধ জানান।
আজ শনিবার বেলা ৩টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাজী কেরামত আলী এসব কথা বলেন।
এর আগে সংসদ সদস্য কাজী কেরামত আলী দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।