নাসিরনগরে নৌকার জয়, জাপার প্রত্যাখ্যান

Looks like you've blocked notifications!
ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনিবার্চনের আওয়ামী লীগের প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনিবার্চনের আওয়ামী লীগের প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮২ হাজার ২৯৬ ভোট। অপর প্রার্থী জাতীয় পার্টির (জাপা) রেজোওয়ান আহমেদ লাঙল প্রতীক নিয়ে পেছেন ৩৩ হাজার ৫৮৪ ভোট।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. শাহেদুন্নবী চৌধুরী আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফলাফল ঘোষণা করেন।

এ দিকে নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ আগে জাতীয় পার্টির প্রার্থী রেজোওয়ান আহমেদ কারচুপি ও অনিয়মের অভিযোগে নির্বাচন প্রত্যাখ্যান করেন। তিনি এ আসনে পুনরায় নির্বাচন দাবি করেছেন।

ব্রাহ্মণবাড়িয়া-১ শূন্য আসনে আজ সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত  চলে।

গত বছরের ১৬ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের এমপি মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়।