ফাঁসির আসামি ধরে ছুরিকাঘাতের শিকার ওসি

Looks like you've blocked notifications!
গ্রেপ্তারের পর থানায় আসামি মনিরুজ্জামান ওরফে এলাইস ওরফে মেন্দা। হাতে ব্যান্ডেজ নিয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস (বামে)। ছবি : এনটিভি

শেরপুরের ঝিনাইগাতীতে মৃত্যুদণ্ড পাওয়া পলাতক আসামিকে ধরতে গিয়ে ছুরিকাহত হয়েছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস।

আজ  বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থাতেই আসামি মনিরুজ্জামান ওরফে এলাইস ওরফে মেন্দাকে (৪০) গ্রেপ্তার করেন ওসি।

বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ‘২০০৬ সালে একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পেয়েছিলেন মনিরুজ্জামান। তিনি ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি ওষুধের দোকানের সামনে আছেন, এমন খবর পেয়ে তাঁকে গ্রেপ্তারে যাই আমি। একপর্যায়ে মেন্দাকে ধরে ফেললে সে দৌড়ে পালাতে চায়। আমি জাপটে ধরলে তার হাতে থাকা ছুরি দিয়ে আমার পেটে আঘাত করে। এ সময় আমি হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করলে আমার হাত কেটে যায়।’

এরপর ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানান ওসি।

গ্রেপ্তার হওয়া আসামি মনিরুজ্জামানের বাড়ি উপজেলার কোনাগাঁও গ্রামে। ২০০৬ সালে একটি মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেন আদালত। তখন থেকেই মনিরুজ্জামান পলাতক ছিলেন।