বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ঢাকা দক্ষিণ সিটির কর্মসূচি

Looks like you've blocked notifications!
সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। ছবি : এনটিভি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপনে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সপ্তাহব্যাপী স্বচ্ছ ঢাকা কর্মসূচি গ্রহণ করেছে।

আজ শুক্রবার রাজধানীর নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী এই কর্মসূচীর ঘোষণা দেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন।

আগামীকাল শনিবার (১৭ মার্চ) শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নগর ভবন প্রাঙ্গণে স্বচ্ছ ঢাকা কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র। এ ছাড়া এই কর্মসূচিতে নগরবাসীকে সঙ্গে নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। মশা নিধনে ক্র্যাশ প্রোগ্রাম ছাড়াও ‘আমার ঢাকা’ ও ‘টয়লেট লোকেশন’ অ্যাপস চালুও রয়েছে কর্মসূচিতে। শুধু স্বচ্ছ ঢাকাই নয়, মনের শুদ্ধতার জন্যও মেডিটেশন কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।