খালেদা জিয়া ২ দিন ডিভিশন ছাড়া ছিলেন, এটা কার দোষ : আনিসুল

Looks like you've blocked notifications!
জনসভায় আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : এনটিভি

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপির আইনজীবীদের অভ্যাস মানুষের সঙ্গে সস্ত্রাস করা, সেইটা করবে। আজ শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের সোনাগাঁও মাদরাসা মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

খালেদা জিয়ার আইনজীবীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘উনারা ভুলে গেলেন বিচারককে সেই দরখাস্ত দিতে। দুই দিন খালেদা জিয়া ডিভিশন ছাড়া ছিল উনাদের কারণে। এটা আমার ভুল না জজ সাহেবের ভুল না উনাদের ভুল? খালেদা জিয়াকে এক মাস কারাগারে থাকতে হলো, এটাক কি আমাদের দোষ? হাইকোর্ট, বিচার বিভাগ স্বাধীন। সেই স্বাধীনতার প্রমাণ হয়েছে হাইকোর্টে।’

জাহাঙ্গীর আলম পাঠানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভুইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর পুরান ঢাকার পুরোনো কারাগারকে বিশেষ কারাগার ঘোষণা দিয়ে তাঁকে সেখানে রাখা হয়েছে।