‘পুলিশের ইঙ্গিত ছাড়া সাংবাদিকের ওপর হামলা হয়নি’

Looks like you've blocked notifications!
ডিবিসির ক্যামেরাপারসন হাসান সুমনের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক কল্যাণ সমিতি। ছবি : এনটিভি

বরিশালে ডিবিসির ক্যামেরাপারসন হাসান সুমনের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক কল্যাণ সমিতি।

আজ শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘বরিশাল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইঙ্গিত ছাড়া ডিবিসির ক্যামেরাপারসন হাসান সুমনের ওপর হামলা করা হয়নি। পুলিশ হেফাজতে যে হামলা হয়েছে তার জন্য অবশ্যই ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইঙ্গিত রয়েছে। না হলে এমনভাবে হাতকড়া পরিয়ে কেন নির্যাতন করা হবে?’

বুলবুল বলেন, ‘পুলিশ অপরাধ করলে তদন্ত কমিটিতে শুধু পুলিশ রাখলে হবে না। অপরাধী পুলিশ, আবার বিচারকও পুলিশ- এসব তদন্ত আমরা মানব না। সেই তদন্ত কমিটিতে অবশ্যই সাংবাদিক সমাজের প্রতিনিধি রাখতে হবে।’

বিএফইউজের মহাসচিব ওমর ফারুক বলেন, সাংবাদিক নির্যাতনের ফলে পুলিশ যে শাস্তির পদক্ষেপ নিয়েছে তা হাস্যকর। এ ধরনের শাস্তি দিয়ে আমাদের অপমান করা হয়েছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য বলেন, বরিশালে সাংবাদিকের উপর পুলিশের বর্বর হামলার জন্য যে তদন্ত করা হয়েছে তা লোক দেখানো। অপরাধের সঙ্গে যুক্ত যেসব পুলিশ রয়েছে তাদের শাস্তি দুই থেকে তিনদিনের বেশি বহাল থাকে না। এ বিষয়ে নজর রাখতে হবে।

বরিশাল বিভাগ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আজিজুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জার পরিচালনায় কর্মসূচিতে আরো বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা সাংবাদিক ইউনিয়িনের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামাল প্রমুখ।