নেপালে ১৭ বাংলাদেশির লাশ শনাক্ত

Looks like you've blocked notifications!

নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ২৬ জনের মধ্যে ১৭ জনের লাশ শনাক্ত করা হয়েছে। আজ শনিবার কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস থেকে এ কথা জানানো হয়েছে।

পরিচয় শনাক্ত হওয়া ১৭ জন হলেন ফয়সাল আহমেদ, বিলকিস আরা, আখতারা বেগম, রকিবুল হাসান, সানজিদা হক, মো. হাসান ইমাম, মীনহাজ বিন নাসির, শিশু তামররা প্রিয়ন্ময়ী, মো. মতিউর রহমান, এস এম মাহমুদুর রহমান, তাহিরা তানভিন শীশ রেজা, শিশু অনিরুদ্ধ জামান, নুরু্জ্জামান, রফিকুজ্জমান, বিমান ক্রু আবিদ সুলতান, পৃথুলা রশিদ ও খাজা হোসেইন মোহাম্মদ শফি।

নিহতদের মধ্যে শিশু প্রিয়ন্ময়ীর বাবা ফারুক হোসেন প্রিয়ক ও বিমান ক্রু শারমিন আক্তার নাবিলা রয়েছেন বলে জানা গেছে। তবে তাদের মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি।

গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় ইউএস-বাংলা এয়ারলাইনসের উড়োজাহাজে। এতে ২৬ বাংলাদেশিসহ ৫১ জন নিহত হয়। নিহতদের মধ্যে নেপাল, চীন ও মালদ্বীপের নাগরিক রয়েছেন।

দুর্ঘ্টনায় বাংলাদেশের ১০ নাগরিক আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজনকে বাংলাদেশে এনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা ভার বহন করবেন বলে জানিয়েছে।