পাথরের মূর্তি দেখিয়ে প্রতারণা!

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় কালো পাথরের মূর্তিসহ গ্রেপ্তার কানু লাল সরকার। ছবি : এনটিভি

বাড়িতে কালো পাথরের লক্ষ্মীমূর্তি রেখে লোকজনের সঙ্গে প্রতারণার  অভিযোগে সাতক্ষীরায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বুধবার সকালে তালা উপজেলার কলাগাছিয়া গ্রামে নিজ বাড়ি থেকে কানু লাল সরকার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

ওই সময় কানু লাল সরকারের কাছ থেকে একটি নকল লক্ষ্মীমূর্তি ছাড়াও বেশ কিছু তামার মুদ্রা ও পিতল কাঁসার বাসনপত্র জব্দ করা হয়।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক আলী আহমেদ হাশেমী জানান, আজ বুধবার ক্রেতা সেজে কয়েকজন পুলিশ সদস্য কানু লাল সরকারের বাড়িতে প্রবেশ করেন। এ সময় কানু লাল সঙ্গে মূর্তি বিক্রির চুক্তি করেন। পরে নিজ ঘরের মাটির নিচ থেকে কালো পাথরের তৈরি একটি লক্ষ্মীমূর্তি উত্তোলন করে দেন তিনি। এ সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

ডিবি কর্মকর্তা আরো জানান, কানু লাল তাঁর অপরাধ স্বীকার করে বলেছেন, তিনি এই মূর্তি দেখিয়ে মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছেন। তিনি জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।