৩১ আগস্ট সিলেট থেকে হজ ফ্লাইট

Looks like you've blocked notifications!

সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু হবে ৩১ আগস্ট। হজযাত্রীদের নিয়ে তিনটি ফ্লাইট সিলেট থেকে সরাসরি জেদ্দা যাবে। 

৩১ আগস্ট ৪০৯ জন যাত্রী নিয়ে প্রথম ফ্লাইট সিলেট ছাড়বে। এর পর ৮ ও ১৩ সেপ্টেম্বর আরো দুটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। তিন ফ্লাইটে প্রায় এক হাজার ২০০ যাত্রী হজ পালনে পবিত্র মক্কা নগরীতে যাবেন বলে আশা করা হচ্ছে। 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের বাণিজ্যিক কর্মকর্তা ও হজ ফ্লাইট তদারক কর্মকর্তা মো. আকবর আলী হাওলাদারের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এসব তথ্য জানিয়েছে। তিনি জানান, সিলেট থেকে তিনটি ফ্লাইট ছাড়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ৩১ আগস্ট এবং ৮ ও ১৩ সেপ্টেম্বর ফ্লাইট শিডিউল নির্ধারিত হয়। 

তবে ফ্লাইট ছাড়ার সময় এখনো নিশ্চিত করা হয়নি। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ৩১ আগস্ট বিকেলের দিকে হজ ফ্লাইট সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে পারে।

প্রথম ফ্লাইটে (বোয়িং-৭৭৭) এখন পর্যন্ত ৪০৯ জন যাত্রীর টিকেট নিশ্চিত হয়েছে জানিয়ে মো. আকবর আলী হাওলাদার বলেন, পরবর্তী ফ্লাইটের যাত্রী এখনো নিশ্চিত হয়নি। কোনো কারণে যাত্রী পাওয়া না গেলে ফ্লাইটসংখ্যা কমতে পারে বলেও জানান তিনি।