নরসিংদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লাইনম্যান নিহত

Looks like you've blocked notifications!
নরসিংদী সদর হাসপাতালে পল্লীবিদ্যুতের লাইনম্যান হাসিবুল আলমের মরদেহের পাশে সহকর্মীরা। ছবি : এনটিভি

নরসিংদীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে পল্লীবিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর শহরের চৌয়ালা শিল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাইনম্যান হলেন কুষ্টিয়ার আজিজ মিয়ার ছেলে হাসিবুল আলম (৪০)।

নরসিংদী পল্লীবিদ্যুৎ অফিস-২ সূত্রে জানা যায়, পৌর শহরের চৌয়ালা শিল্প এলাকায় ইউনিপেল টেক্সটাইল মিলে বিদ্যুতের লাইনে মেরামতের কাজ করছিলেন হাসিবুল। কাজ করার সময় ১১ হাজার ভোল্টেজ লাইনের সঙ্গে পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাঁকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সৈয়দ আমিরুল হক শামীম জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ায় মাথায় আঘাত পান হাসিবুল। এতে মস্তিস্কের রক্তক্ষরণ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।