বরিশালে ট্রাক টাপায় শিশু নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের দোয়ারিকা ব্রিজের ঢালে ট্রাক চাপায় দুই বছর বয়সী একটি শিশু নিহত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম তাওহিদ। সে নগরের বিমানবন্দর থানাধীন রামপট্টি গ্রামের বাসিন্দা মো. বাচ্চু মিয়ার ছেলে।
বাচ্চু মিয়া জানান, সকালে তাঁর দুই বছরের শিশু ঘর থেকে বের হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের এপার থেকে ওপারে যাচ্ছিল। এ সময় বরিশাল থেকে বেনাপোলগামী একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। পরে এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশু তাওহিদকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দাস রনবি মৃত বলে ঘোষণা করেন।
বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মতিউর রহমান বলেন, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধের চেষ্টা করে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে।