বাবার মৃত্যু নৌকাডুবিতে, ছেলে মারা গেলেন বজ্রপাতে

Looks like you've blocked notifications!

কিশোরগঞ্জের ভৈরবে ২৫ বছর আগে নৌকাডুবিতে বাবা আবুল কালামের মৃত্যুর পর এবার বজ্রপাতে মারা গেলেন ছেলে আলমগীর হোসেন (২৫)। আজ শুক্রবার বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বিকেল দিনমজুর আলমগীর হোসেন বাড়ির পাশে ফসলি জমিতে পাট বীজ বুনতে যায়। বিকেল সাড়ে ৩টার দিকে বজ্রপাতের কবলে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ভৈরব সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আলমগীর হোসেন দুই শিশু সন্তানের জনক ছিলেন।

এদিকে, স্থানীয় লোকজন জানায়, প্রায় ২৫ বছর আগে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় তার বাবা ডিম ব্যবসায়ী আবুল কালাম নিখোঁজ হন। পরে নৌকা ডুবির একদিন পর নদী থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন।