কুষ্টিয়ায় তথ্যমন্ত্রী

শর্ত দিয়ে নির্বাচনে অংশগ্রহণের নিষ্পত্তি হতে পারে না

Looks like you've blocked notifications!
আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়ায় বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। ছবি : এনটিভি

বিএনপি গণতন্ত্র থেকে এক হাজার মাইল দূরে সরে গেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, ‘কখনো আগুন সন্ত্রাস করে, কখনো জঙ্গি সন্ত্রাস করে, কখনো সংসদ বয়কট করে তাঁরা গণতন্ত্রের ঘর থেকে বেরিয়ে গেছেন। তাঁরা গণতন্ত্র থেকে এখন এক হাজার মাইল দূরে। তারা কখনো পাকিস্তানের পক্ষে ওকালতি করে, কখনো রাজাকারকে নিয়ে জঙ্গি সন্ত্রাস করে, সেই বিএনপি এখন গণতন্ত্রের জন্য চিৎকার করছে।’

আজ শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরের একটি অবকাশ যাপন কেন্দ্রে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

ইনু বলেন, ‘বিএনপির মুখে গণতন্ত্র, খালেদা জিয়ার মুখ গণতন্ত্র কিন্তু আচলে এবং পকেটে তাদের হচ্ছে রাজাকার,  জঙ্গি এবং জামায়াত এবং আগুন সন্ত্রাসীরা। কার্যত তারা গণতন্ত্রের জন্য বিশ্বাসযোগ্য কোনো রাজনৈতিক দল নয়। বরঞ্চ বিএনপি বার বার প্রমাণ করেছে যে বিএনপি হচ্ছে খুনিদের আস্তানা এবং রাজাকার, জঙ্গি সন্ত্রাসীদের ঠিকানা। সেই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে একটা বিপজ্জনক প্রতিষ্ঠান হিসেবে এখনো টিকে আছে কেবল আইনের জোরে। আমরা মনে করি যে প্রচলিত যে আইন আছে সেই আইনে বিএনপি দলগতভাবে নির্বাচন করতে পারে। সে ব্যাপারে কোনো আইন এখনো পরিবর্তন হয়নি। সুতরাং বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচনের পরিকল্পনা সরকারের নেই। তথাকথিত সহায়ক সরকারের রূপরেখাহীন সহায়ক সরকারের প্রস্তাব, খালেদা জিয়ার মুক্তির প্রস্তাব- এসব অপরাধীদের ছাড় দেওয়ার প্রস্তাব, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না করার প্রস্তাব নির্বাচনে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে যদি বিএনপি দাঁড় করায় তাহলে আমরা বলব যে কোনো শর্ত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়টার নিষ্পত্তি হতে পারে না।’

বিএনপি মূলত নির্বাচন বানচাল ও বর্জন করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তথ্যমন্ত্রী।

বাংলাভিশনেরর প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত আলোচনা শেষে কেক কেটে র‌্যালিতে অংশ নেন তথ্যমন্ত্রী। পরে সেখানেই মন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও জেলা জাসদের নেতাকর্মীরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।