রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারে প্রাণ গেল যুবকের

Looks like you've blocked notifications!

রাজধানীর নয়াপল্টন মসজিদ গলি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজীব হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ রোববার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ১১টায় মৃত ঘোষণা করেন।

নিহত রাজীবের গ্রামের বাড়ি ময়মনসিংহ ত্রিশাল উপজেলায়। তাঁর বাবার নাম কামাল উদ্দিন। তিনি নয়াপল্টন মসজিদ গলির একটি বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী শাহীন জানান, ড্রামে পানি ভরে বিভিন্ন দোকানে সরবরাহ করেন তাঁরা। সকালে ড্রামে পানি ভরে ভ্যানে করে নিয়ে যাওয়ার সময় পথে বিদ্যুতের একটি ছেঁড়া তার ঝুলতে দেখেন রাজীব। হাত দিয়ে সেই তার সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এতে সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়লে তাঁকে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।