মালিতে নিহত সেনাসদস্য রাশেদের জানাজা সম্পন্ন

Looks like you've blocked notifications!
আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহত সৈনিক মো. রাশেদুজ্জামানের জানাজা আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। ছবি : এনটিভি

আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহত সৈনিক মো. রাশেদুজ্জামানের জানাজা ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে ঢাকা সেনানিবাসের এক ইউনিটে নিহত ওই সৈনিকের জানাজায় অংশ নেন সেনাপ্রধান জেনারেল আবুল বেলাল মোহাম্মদ শফিউল হক এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর পদস্থ কর্মকর্তারা। জানাজার পর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করেন তাঁরা।

গত ২৮ ফেব্রয়ারি মালিতে সেনাবাহিনীর একটি দল টহল দেওয়ার সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে আহত হন সৈনিক রাশেদুজ্জামান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য সেনেগালে নেওয়া হয়। সেখানে গত ২০ মার্চ মারা যান তিনি।

নিহত রাশেদুজ্জামানের লাশ জানাজা শেষে সামরিক মর্যাদায় দাফনের জন্য গ্রামের বাড়ি কুড়িগ্রাম পাঠানো হয়েছে।